27 C
Dhaka
Friday, November 22, 2024

চলন্ত বাসে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু

ভারতের হরিয়ানায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ছয়জন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে হরিয়ানার নুহ জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। যাদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। দুর্ঘটনাগ্রস্ত বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চন্ডিগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুর মনে রাখা উচিত, ইসরায়েলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তেই: ইমানুয়েল ম্যাক্রোঁ

নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর দেয়া হয় পুলিশে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, ‘আমরা ১০ দিনের জন্য পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রায় যাওয়ার জন্য বাস ভাড়া করেছিলাম। শুক্রবার রাতে আমরা বাড়ি ফিরছিলাম। আমরা ঘুমানোর সময় ধোঁয়ার গন্ধ পেলাম। মোটরসাইকেল আরোহী চালককে সতর্ক করার পরে বাসটি থামে।’

আরও পড়ুনঃ  মেট্রোর ভেতরেই ‘অশ্লীল’ নাচ যুবতীর, ভিডিও ভাইরাল

এরইমধ্যে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে বাসে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ