27 C
Dhaka
Friday, November 22, 2024

বিএনপি নেতার ফেসবুক লাইভ, দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ মো. কবির হোসেনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। এসময় উপস্থিত নেতৃবৃন্দ দলের শৃঙ্খলা ভঙ্গ করায় কবির হোসেনের অতিদ্রুত বহিষ্কারের দাবি জানান।

এসময় বক্তারা বলেন, কবির হোসেন (কুট্টি কবির) সম্প্রতি তার নিজের আইডিতে ফেসবুক লাইভে এসে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের বিরুদ্ধে অসম্মান, অপমানজনক ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। সে তার এই বক্তব্যের মাধ্যমে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। কবির হোসেন দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সে দলের নিয়ম বর্হিভূত কর্মকাণ্ড করে বিএনপিকে বিভ্রান্তি করে আসছে। যার ফলে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

আরও পড়ুনঃ  টুপিতে মুখ লুকিয়ে আদালত ছাড়লেন আবেদ আলী

এসময় বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান স্বপ্ন দেখেন একটি সাম্য, সুশাসন ও মানবিক রাষ্ট্রগঠন। তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ভোলা জেলা বিএনপির নিবেদিত নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভোলা জেলা বিএনপি যখন সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই কবির হোসেন ফেসবুক লাইভে এসে এসব কুরুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যাচার করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইতোপূর্বে ভোলা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধে জড়িত থাকায় কবির হোসেনকে একাধিকার সতর্ক করলেও নেতৃবৃন্দের কথা না শুনে কবির হোসেন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। নেতৃবৃন্দের সতর্ক করায় তাদের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসব মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সে। এসময় বক্তারা কবির হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  ভ্যানে লাশের স্তূপের ভিডিওটির ঘটনাস্থল কোথায় জানা গেল

আরও পড়ুন : গণপিটুনি দিয়ে মীমকে হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা

সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ হাওলাদার, জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন, লোকমান হোসেন গোলদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল কাজী, ফারুক সিকদার, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম,

আরও পড়ুনঃ  ‘এমপি আনার খুন হলে লাশ চাই, নিখোঁজ থাকলে সন্ধান চাই’

সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন, কলেজছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিক্সন, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ