21 C
Dhaka
Thursday, November 21, 2024

‘ব্যবসায়ী ও তৌহিদি জনতার’ বাধায় শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে বাধার মুখে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ব্যবসায়ী-তাওহীদি জনতার ব্যানারে একটি দলের বাধার মুখে পড়ে তিনি ওই শো-রুমের উদ্বোধন করতে পারেননি বলে জানা গেছে। আজ আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে যান তিনি।

জানা যায়, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চট্টাগ্রামে পৌঁছে গেলেও সেখানে গণ্ডগোলের আশঙ্কায় শো-রুম উদ্বোধন করতে যাননি তিনি। ফলে অভিনেত্রীকে ছাড়াই শো-রুমটির উদ্বোধন হয়।

আরও পড়ুনঃ  মুসল্লিদের প্রতিরোধের মুখে শেখ হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন

এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ বলেন, ‘ব্যক্তিগত কারণে আসতে পারেননি অভিনেত্রী। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। এর বেশি কিছু বলা যাবে না। বাধা দেয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে আসা বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, অভিনেত্রী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে শুনেছিলাম। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেনি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রদের উসকানিতে না পড়ার আহ্বান আসিফ মাহমুদের

এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এ সময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার কথাও জানান তিনি।

অভিনেত্রীর এই ঘোষণা আসার পর থেকেই শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা ব্যানারে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ