29 C
Dhaka
Thursday, November 21, 2024

বেকারদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

দেশের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছরই শ্রমশক্তিতে যুক্ত হচ্ছে লাখ লাখ মানুষ। কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ফলে বাড়ছে বেকারের সংখ্যা। এবার বেকারদের সুখবর দিলেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সারা দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি প্রশিক্ষণের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সারাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। তথ্যপ্রযুক্তি নির্ভর শ্রমবাজারে কম্পিট করতে এর বিকল্প নেই।

আরও পড়ুনঃ  ‘গুলি চালাতে পারে বিএসএফ’, বেনাপোলে সতর্কতা জারি-মাইকিং

এর আগে পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যার কথা শুনেছেন : আসিফ মাহমুদ

পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে (বুধবার ৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

তিনি বলেন, প্রত্যেক সেক্টরেই ছাত্রদের কাজের সুযোগ দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। এক হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭০০ জন যোগ দিচ্ছেন।

আরও পড়ুনঃ  ড. ইউনূসের আমন্ত্রণে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

আসিফ মাহমুদ জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই সময়ে কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয় বলেও জানান উপদেষ্টা।

আরও পড়ুনঃ  অস্থির ডিমের বাজার, ১টির দামই ১৪ টাকা

এ সময় যুব উপদেষ্টা বলেন, সারা দেশে ৬৪টি খাল পরিষ্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে।

তিনি জানান, সারা দেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। আর মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার এবং ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ