সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েতে যোগ দিয়েছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী।
রোববার (১০ নভেম্বর) বেলা পৌনে একটার দিকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় আসেন। পরে আওয়ামী লীগের বিচারের দাবিতে পার্শ্ববর্তী গণজমায়েতে যুক্ত হন তারা।
এ সময় শিক্ষার্থীদের ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘লীগ ধর, বিচার কর’, ‘হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেলি কই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমরা আছি রাজপথে, শেখ হাসিনা দিল্লিতে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, হামলা করেছে। সায়েন্সল্যাবেও আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছিল। কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু এরপরও তারা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ছাত্র-জনতা আগে যেমন ঐক্যবদ্ধ ছিল এখনও তেমনটি রয়েছে। যতবার আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে ততবার তাদের প্রতিহত করা হবে।
অপরদিকে জিরো পয়েন্টের গণজমায়াতে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরও ছোট ছোট মিছিল নিয়ে উপস্থিত হতে দেখা গেছে। একই সঙ্গে জিরো পয়েন্টের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মাঠে নামতে পারেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার রোষানলে পড়তে হয় দলটির নেতাকর্মীদের। এর মধ্যে আবার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।
এ অবস্থার মধ্যেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজ (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সমাবেশ প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছে।