24 C
Dhaka
Thursday, November 21, 2024

বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ: রনি

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তবে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।

তিনি বলেছেন, এ যাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ পেয়েছেন সবার মধ্যে যদি যোগ্যতা, অভিজ্ঞতা এবং সফলতার বিচার করা হয়, তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ।

বুধবার (১৩ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে তিনি এ কথা বলেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, বসিরকে নিয়ে সমালোচনা হচ্ছে । কেন হচ্ছে – কারা করছেন এসব নিয়ে আমি কিছু বলবো না। তবে বসির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে । তার ভাইদের সবাই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটি পারিবারিক সমঝোতা এবং মিল মহব্বত রয়েছে, যা বাংলাদেশে বিরল।

আরও পড়ুনঃ  খুব শিগ্রী বুঝবেন যে আপনাদের পেছনে কেউ নাই

সাবেক এই সংসদ সদস্য আরও লিখেন, মরহুম আকিজ উদ্দিনের এক ছেলে সংসদ সদস্য ছিলেন। আরেক ছেলে নাসিরের শ্বশুর এবং শ্যালকও এমপি ছিলেন । যশোর জেলায় এই পরিবারের যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে দেশের সব বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্যসব সময়ই আগ্রহী ছিল এবং এখনো আছে।

বশির উদ্দিন সবসময় রাজনীতি বিমুখ ছিলেন উল্লেখ তিনি লিখেন, সাধারণত দুর্বল প্রার্থীরা দলের নমিনেশনের জন্য ফন্দি ফিকির, দলবাজি এবং দালালি করে । কিন্তু দল সব সময়ইভালো প্রার্থী খুঁজতে থাকে । সেই দিক থেকে শেখ বসির সব দলের জন্য কাঙ্ক্ষিত এমপি প্রার্থী। তার পক্ষে বিজয়ী হয়ে পূর্ণ মন্ত্রী হওয়া তেমন কোন সমস্যা ছিল না। কিন্তু তিনি সবসময়ই প্রত্যক্ষ রাজনীতি বিমুখ ছিলেন এবং নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন।

আরও পড়ুনঃ  সোশ্যাল মিডিয়ায় নাটকীয়তার পর হাসনাতের বিয়ে

রনি আরও লিখেন, সেখ বশির কেন উপদেষ্টা হতে গেলেন, তা আমার মাথায় ধুকছে না। আমি যতটুকু জানি তা হলো-বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ড. ইউনুস একজন সৎ, দায়িত্বশীল এবং সফল ব্যবসায়ী খুঁজছিলেন। অনেককে তিনি প্রস্তাব দিয়েছেন,সবাই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। অন্যদিকে দেশের কুখ্যাত কয়েকজন লুটেরা ওই পদে নিয়োগ লাভের জন্য নানাভাবে তদবির করেছেন । কিন্তু ড. ইউনুস ওসবের নিকট মাথা নত করেননি।

পাট মন্ত্রণালয় নিয়ে তিনি লিখেছেন, সেখ বশিরকে পাট মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। কেউ কেউ এটাকে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বলার চেষ্টা করেছেন । কারণ সেখ বশির এবং তার পরিবার দেশের সবচেয়ে বড় এবং সফল পাটকলগুলোর মালিক। যারা সমালোচনা করছেন – তারা হয়ত দেশের পাটশিল্প, পাট মন্ত্রণালয়, বিজেএমসি এবং পাটের বাজার সম্পর্কে অভিজ্ঞ নন । আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশের সবচেয়ে দেউলিয়া এবং সমস্যা ভারাক্রান্ত মন্ত্রণালয়ের নাম পাট মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে সবাই করুণার দৃষ্টিতে দেখে এবং সুযোগ পেলে ঠাট্টা মশকরা করে।

আরও পড়ুনঃ  বিজয়ের ক্রেডিট নিখুঁতভাবে তুলে ধরলেন ঢাবি শিবির সভাপতি

সবশেষে তিনি লিখেন, সেখ বশির যদি পাট মন্ত্রণালয়ের উন্নয়ন করতে না পারেন তবে বর্তমানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি এই মন্ত্রণালয়ের যন্ত্রণা দুর করতে পারেন । অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি যে ভালো কিছু করতে পারবেন তা নিয়ে আমার কোন সন্দেহ নেই।

উল্লেখ্য, গত রোববার বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন— ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে ফারুকী ও বশির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ