29 C
Dhaka
Thursday, November 21, 2024

২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী বক্তা আব্দুল হাই সুস্থ স্ত্রী-সন্তান

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তার চোখে একটি অস্ত্রপচার করা হয়েছে। এ ছাড়া তার সঙ্গে দুর্ঘটনার শিকার তার স্ত্রী ও সন্তানরা এখন সুস্থ আছেন।

রবিবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বড় বিপদ ও সাংঘাতিক দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন। স্কুল বন্ধের দিন থাকায় তিন মেয়ে এবং তাদের মা মোমেনশাহী অঞ্চলের দুদিনের এ দ্বীনি সফরে সাথে ছিলো। দুর্ঘটনার মুহুর্তেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। যে ধরনের এক্সিডেন্ট ছিলো তাতে জীবন নিয়ে ফেরাটা নিরেট আল্লাহর অনুগ্রহ।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদের নিয়োগ বাতিল

আমাদের বেঁচে গাড়ি থেকে বের হতে দেখে মানুষের মন্তব্য এমনই ছিলো!

তিনি আরো বলেন, সুবহানাল্লাহ। পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে ব্যাথা পাই। ডান চোখে কাঁচ ঢুকে গিয়ে আই লিড কেটে যায়। সকালেই ইমার্জেন্সি ভিত্তিতে চোখে একটি সফল অপারেশন হয়েছে।

ভিশন ফেরত এসেছে, চোখ ঢাঁকা আছে। প্রচন্ড শরীর দূর্বল এবং মাথা ভার লাগছে। আগামী ২৪ ঘণ্টার জন্য ডাক্তারগণ আমাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আমি এখন অনেক ভালো অনুভব করছি আল হামদুলিল্লাহ। বাচ্চা ও তাদের মা হালকা ইঞ্জুরি হলেও এখন ভালো আছে।
আমাদের সফরসঙ্গী মঈনের সাস্থ পরীক্ষা করা হয়েছে, বুকে চাপ লেগেছে চিকিৎসাধীন আছে, ভালো আছে।
ইসলামী এই বক্তা আরো বলেন, দেশ বিদেশ থেকে আপনাদের সবার দোয়ার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। সর্বস্তরের ভাই-বোনদের গভীর ভালোবাসা, মমতা আর আমাদের প্রতি অকৃত্রিম দুয়া ও পরিবারের খোঁজ খবর নেয়ার কথা আমৃত্যু আমরা ভুলবো না। শত-শত কল এসেছে আমরা ধরার মত অবস্থায় ছিলাম না। ক্ষমা চাইছি অপারগতার জন্য। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আমাদের সবার পরিবারকে নিরাপদে রাখুন। আপনাদের নেক দুয়ায় সদাই স্মরণে রাখবেন- বিনীত আরজ। আল্লাহ তায়ালা যেনো দ্রুত শিফা দান করেন এবং দ্বীনের পথে অটল অবিচল রাখেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম নিয়ে ‘রিপাবলিক বাংলা’র বিতর্কিত প্রতিবেদন, নিন্দার ঝড়

শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সপরিবারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ