18 C
Dhaka
Wednesday, December 11, 2024

চট্টগ্রামে প্রথম আলোর কার্যালয়ে হামলার চেষ্টা

দৈনিক প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে হামলা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, রাত ৮টার দিকে অন্তত দুইশতাধিক লোক নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল করে প্রবর্তক মোড় জড়ো হয়। তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই স্থান ছেড়ে যায় তারা।

আরও পড়ুনঃ  ভারতে ২৯ বাংলাদেশি আটক, সাথে ছিলো ভারতীয় আধার কার্ড

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তারেক আজিজ বলেন, মিছিলকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যারা ছিলেন। তাদের সঙ্গে অপরিচিত অনেককেও দেখা গেছে। বর্তমানে প্রথম আলো কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ