27 C
Dhaka
Thursday, December 26, 2024

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করায় ভারতে তিন গ্রেফতার

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দু সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি। তবে বজরং দলের স্থানীয় নেতা বাপন বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতার হওয়া তিন জনের নাম রিপন চ্যাটার্জি, আর্য দাস ও সুবীর দাস।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ৪ কর্মকর্তা গুলিবিদ্ধ, ধাওয়া খেয়ে পালালো এস আলম পন্থীরা

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ভিত্তিহীন অভিযোগ করে আসছে নয়াদিল্লি।

এমন পরিস্থিতির মধ্যে সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর গত কয়েকদিন ধরে ভারতে বাংলাদেশবিরোধী মিছিল-সমাবেশ হচ্ছে।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়।

এরপর গত সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার পর দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  কারামুক্ত হয়ে যা বললেন সেই পি কে হালদার

বাংলাদেশের পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়। শুধু তাই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। আগামী ১০ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ঢাকায় আসবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ