25 C
Dhaka
Thursday, December 26, 2024

বাংলাদেশে পরিস্থিতি খুবই চিন্তার: কঙ্গনা

বাংলাদেশে পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, “বাংলাদেশে পরিস্থিতি খুবই চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য খুবই চিন্তা হচ্ছে।”

শুক্রবার (২৯ নভেম্বর) কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব কথা বলেছেন কঙ্গনা রানাউত।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতায় কেন আন্দোলন হচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, “ওই দেশে (বাংলাদেশে) হিন্দুদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশে সাধু ও সাধুদের অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। বিষয়টা খুবই উদ্বেগের, ভয়ানক পরিস্থিতি। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, এ নিয়ে এখানে কোনো রকম আন্দোলন চোখে পড়ছে না।”

আরও পড়ুনঃ  এইডস আক্রান্ত হওয়া নিয়ে যা বললেন মমতাজ

কঙ্গনা বলেন, “কেউ কিন্ত ‘অল আইজ অন বংলাদেশ’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন না। এই বিষয়টাও চিন্তার।”

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে কঙ্গনা বলেন, “উনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। অথচ উনি আসার পর থেকেই অশান্তি চলছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমি শুধু বলব, এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আমরা আছি। ওখানকার হিন্দুদের পাশে আমরা আছি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ