21 C
Dhaka
Thursday, December 26, 2024

৭ দিন পরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। আগামী ২৮ মে তারা স্বীকৃতি দিতে পারে।

বুধবার (২২ মে) দেশটির প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

জোনাস গহর স্টোর জানিয়েছে, নরওয়েজিয়ান সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্টোর আরও বলেন, এই যুদ্ধের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে আমাদের কাছে একমাত্র বিকল্প উপায় হলো ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে রাজনৈতিক সমাধানের প্রস্তাব। যাতে দুটি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু

তিনি আরও বলেন, আগামী ২৮ মে নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

‌‘দুই রাষ্ট্রের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া দ্বি-রাষ্ট্র সমাধান হতে পারে না। অন্য কথায়, মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য ফিলিস্তিন রাষ্ট্র পূর্বশর্ত।’ বলেন তিনি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ