21 C
Dhaka
Thursday, November 21, 2024

আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না: এমপি আনার কন্যা

ভারতে চিকিৎসার জন্য গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হারিয়ে শোকে মুহ্যমান তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এমপি আজীমের মৃত্যুর খবর চাউর হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক বাবার স্মৃতিচারণ করছেন তিনি। এবার বাবাকে নিয়ে দিলেন এক আবেগঘন স্ট্যাটাস।

বুধবার রাত ১০টার দিকে মুমতারিন ফেরদৌস ডরিন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে। আমিই যাইনি। ভিসা ছিলো না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না।’

আরও পড়ুনঃ  থানাতেই গুলিবিদ্ধ হলেন পুলিশ কর্মকর্তা

এমপি আজীমের মেয়ে লিখেন, ‘তুমি কত কষ্ট পেয়েছ এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এত আঘাত, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না।’

বাবা হত্যার বিচার চেয়ে এমপি আজীমকন্যা আরও লিখেন, ‘আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’

এর আগে গতকাল বিকেল ৩টা ১৯ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে এমপি আজীমের মেয়ে লিখেছেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য ধরো তুমি। বিচার হবে।’

আরও পড়ুনঃ  সিলেটে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের তল্লাশি, ১০ নারী-পুরুষ আটক

সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজীম। পরে বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

এ খবর চাউর হওয়ার পরই গতকাল দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় যান এমপি আজীমের মেয়ে ডরিন।

এ সময় ডিএমপির ডিবিপ্রধানের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত ১২ মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। ১৫ মে থেকে পরিবারের সদ্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

এমপি আজীম ঝিনাইদহ-৪ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ