21 C
Dhaka
Wednesday, December 11, 2024

গরু পাগলামি করে, তাই নাম জায়েদ খান

গরু নাকি চঞ্চল প্রকৃতির, কথায় কথায় ডিগবাজি দিতে চায়। তাই মালিক এর নাম রেখেছেন জায়েদ খান। বিশালদেহী এই গরুর ওজন ৩০ মণ। তাই প্রতিনিয়ত মানুষ গরুটিকে এক নজর দেখতে আসছেন।

গরুর মালিক আক্তার হোসেন বলেন, যেহেতু গরুটা খুব পাগলামি করে, লাফালাফি করে, তাই আমার ছেলে ক্লাস নাইনেও পড়ে মোবাইলে ভিডিও দেখে এর নাম রেখেছে জায়েদ খান। সে নাকি ভিডিওতে দেখেছে জায়েদ খান লাফ দেয়। এই গরুটাও লাফ দেয়, তাই গরুর নাম জায়েদ খান রেখেছি।

আরও পড়ুনঃ  অবশেষে রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু হচ্ছে

‘ওই ঘটনার পর সারারাত ঘুমাতে পারিনি’‘ওই ঘটনার পর সারারাত ঘুমাতে পারিনি’ যারা গরুটিকে দেখে আসছেন অদের কেউ কেউ বলছেন, আমরাও দেখলাম বিশাল এই গরু খুব পাগলামি করি। স্থির থাকে না, তাই জায়েদ খান নাম দেওয়া হয়েছে।

আরেকজন দ্দর্শনার্থী বলেন, জায়েদ খানকে কখনো সামনা সামনি দেখিনাই, শুনলাম গরুটির নাম জায়েদ খান রাখা হয়েছে। তাই এই গরুটিকে দেখতে আসছি। গরুটি আসলেই খুবই সুন্দর।

গরুটির মালিক গাজীপুর জেলার সদর মেট্রো থানার কাউছদিয়া গ্রামের আক্তার হোসেন এক বছর আগে ফ্রিজিয়ান জাতের এ গরুটি কেনেন। এরপর লালন পালন শুরু করেন। আসন্ন ঈদে গাবতলীর মাঠে ওঠানো হবে জায়েদ খানকে। এমনটাই জানালেন জায়েদ খান।

আরও পড়ুনঃ  বাবার হত্যার বিচার নিয়ে ফেসবুকে যা লিখলেন আনারকন্যা ডরিন
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ