23 C
Dhaka
Tuesday, December 10, 2024

ভারতের গুজরাটের গেমিং জোনে আগুন, ৯ শিশুসহ নিহত ২৭

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৯ শিশুসহ ২৭ জন মারা গেছে। রোববার (২৬ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাজকোটের সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন। ইতোমধ্যে, গেমিং জোনের মালিকদের পুলিশ আটক করেছে।

এদিকে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পাটেল। ঘটনার পরপরই শহরের সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: মোদি

এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের দুঃখ আমি বুঝতে পারছি। আহতদের জন্য প্রার্থনা করি’। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এ ঘটনায় শোক জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ