21 C
Dhaka
Thursday, November 21, 2024

চট্টগ্রামে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত করে খুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাহমুদুল হক (২৪) নামে এক আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তিনি গত সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর এজেন্ট ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জিয়াবুল হক (৩৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিহতের ভাই এনাম।

তিনি কালবেলাকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিল মাহমুদুল। এর জেরে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কর্মী সোহাগের নেতৃত্বে সাইফুল, রায়হান, তাসিফ তার ভাইকে ডেকে তর্কে জড়ায়। একপর্যায়ে সোহাগ ছুরিকাঘাত করে। খবর পেয়ে বড় ভাই জিয়াবুল হক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

আরও পড়ুনঃ  বেনজীরের রিসোর্ট আপাতত বন্ধ ঘোষণা

পরে মাহমুদুলকে কেরানিহাটের এলাইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এরপর চমেক হাসপাতলের দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
আহত জিয়াবুল হক চমেকের ক্যাজুয়েলিটি বিভাগ-২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক কালবেলাকে বলেন, সাতকানিয়া থেকে দুপুরে মাহমুদুল হক ও জিয়াবুল হক নামে দু’জন ছুরিকাঘাতে আহত হয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে দেশে ফেরাতে মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার কালবেলাকে বলেন, বিকেল ৩টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ