সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশপ্রধান বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক সরকারের কোনো সাপোর্ট বা সহযোগিতা পাবে না। আইন তার নিজ গতিতেই চলবে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান এ কথা বলেন। এর আগে কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির তৃতীয় সভায় সভাপতিত্ব করেন তিনি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ কমিটির সভাপতি।
সালমান এফ রহমান বলেন, আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি যদি কেউ আইন ভঙ্গ করেন তাহলে আইন তার নিজ গতিতে চলবে। সে যতই প্রভাবশালী হোক না কেন সরকার তাকে সাপোর্ট দিবে না। তাকে শাস্তি পেতে হবে। তিনি বলেন, এমপি আনারের হত্যাকাণ্ডের ঘটনায় আমরা খুব শোকাহত হয়েছি। এ ঘটনায় তদন্ত না হওয়া পর্যন্ত এটা নিয়ে এখনই আমাদের মন্তব্য করা ঠিক হবে না।
তিনি বলেন, এখন থেকে ইনস্টিটিউট অব আর্কিটেকচার ইনস্টিটিউট এর তালিকাভুক্ত ব্যক্তির অনুমোদন লাগবে। বিল্ডিং রেগুলেটারি অথরিটিকে বিষয়টি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ৩টি ভাগে কলকারখানা পরিদর্শন করা হয়েছে।
প্রথম ভাগে ৫ হাজার কলকারখানা পরিদর্শক শেষে তাদের সংশোধনের জন্য সময় দেয়া হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বাস্তবায়ন করেছে। ৪ শতাংশ কল কারখানা বন্ধ করা হয়েছে। ২য় ফেজে ৫ হাজার কল কারখানা পরিদর্শন করা হয়েছে। ৩য় ফেজে ১৬টি জেলায় পরিদর্শন করবো আমরা। এছাড়া বিডা ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পার্কিং এর জায়গা অন্য কাজে ব্যবহার করা যাবে না। বিডা ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় ১৬টি প্রতিষ্ঠান থেকে বিডার সমন্বয়ে অনুমতি পাওয়া যাবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।