24 C
Dhaka
Thursday, November 21, 2024

শতাধিক আসনের ফল ঘোষণা, বড় ব্যবধানে এগিয়ে কে?

ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ধীরে ধীরে প্রকাশ করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা একশরও বেশি আসনের ফলাফল ঘোষণা করেছে।

এতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি এগিয়ে আছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ১০৬টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৬৪টি আসন। অপরদিকে তাদের প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ২৭টি আসন। অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছে।

দেশটির লোকসভায় সর্বমোট ৫৪৩টি আসন রয়েছে। যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে তাদের অন্তত ২৭৭টি আসনে জয় পেতে হবে।

আরও পড়ুনঃ  হাজিদের শরীরে প্রাণঘাতী রোগ শনাক্ত, যেসব দেশে সতর্কতা

সরকার গঠনে ইনডিয়া জোটে ভিড়তে পারেন নীতিশ-নাইডু
সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী করবে বিজেপি?
বিজেপির জন্য হতাশা, কংগ্রেসের আকস্মিক চমক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি ২০১৯ সালের নির্বাচনে একাই ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আর তাদের জোট ‘এনডিএ’ পেয়েছিল ৩৫৩টি আসন।

তবে মোদির বিজেপি এবার আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে যখন ভোটের ফল ঘোষণা শুরু হয় তখন থেকে দেখা যাচ্ছিল বিজেপি গতবারের চেয়ে অনেক পিছিয়ে আছে।

আরও পড়ুনঃ  ঘণ্টায় ১৩০ মাইল গতিতে ‘অত্যন্ত বিপজ্জনক’ রূপ নিলো হারিকেন বেরিল, আঘাত হানবে যখন

তবে বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। যার অর্থ মোদি আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে এক্ষেত্রে তাকে জোট দলগুলোর সহায়তা নিতে হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ