Sunday, February 2, 2025

সৌদি আরবে রেকর্ড ৩০৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আরও পড়ুন

সৌদি আরবে চলতি বছর রেকর্ড ৩০০ জনেরও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এটিই এক বছরে কার্যকর করা সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সর্বশেষ মঙ্গলবার তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক চোরাচালানের দায়ে। একই দিন আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয় হত্যার দায়ে।

এএফপির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সৌদি আরবে এ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যা ৩০৩ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  ‘ভুল’ স্বীকার করে মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন!

উপসাগরীয় রাজতন্ত্রের দেশটিতে সেপ্টেম্বরের শেষ নাগাদ ২০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুদণ্ডের হার আরও বেশি দেখা যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীন ও ইরানের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

১৯৯০ সালে বার্ষিক পরিসংখ্যান সংকলন শুরু করা লন্ডনভিত্তিক মানবাধিকার গোষ্ঠীটি জানিয়েছে, এর আগে ২০২২ সালে দেশটিতে এক বছরে রেকর্ড ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

আরও পড়ুনঃ  জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা, আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা

বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) আইন বিষয়ক পরিচালক তাহা আল-হাজি ২০২৪ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ‘রকেট গতির’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘অবর্ণনীয় ব্যাপার’ বলে অভিহিত করেছেন।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা এএলকিউএসটির যোগাযোগ প্রধান লিনা আল-হাথলুল বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নজিরবিহীন। এই ভয়াবহ মাইলফলক জীবনের অধিকারের প্রতি সৌদি কর্তৃপক্ষের স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন এবং মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার নিজস্ব অঙ্গীকারের বিরোধিতা।

বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে ধারাবাহিক সমালোচনার মুখোমুখি হয়েছে।

আরও পড়ুনঃ  আদালতে পুলিশ কর্মকর্তাকে কিল-ঘুষি, ‘ফাঁসি চাই’ স্লোগান

২০২২ সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্য আটলান্টিককে বলেছিলেন, সবচেয়ে চরম ঘটনাগুলো ছাড়া অন্য ক্ষেত্রে সৌদি আরব মৃত্যুদণ্ড বাতিল করেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ