Wednesday, February 5, 2025

আ.লীগ নেত্রী হয়ে গেল মহিলা দলের সভাপতি

আরও পড়ুন

টাকার বিনিময়ে আওয়ামী লীগের সাবেক নেত্রী আরজিনা পারভীন চাদনীকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা ও সমালোচনা।

গত ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হয়। এরপর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। পরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মী মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, ইতোপূর্বে আরজিনা পারভীন চাদনী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এছাড়া তিনি সে সময় বিএনপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এটা নিয়ে বিএনপিসহ এর অঙ্গসংগঠন নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আবার কেউ কেউ প্রকাশ্যে মন্তব্য করেছেন, যে টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশে কখনও ইসলামি চরমপন্থীরা ক্ষমতায় আসবে না’

এছাড়া সেই কমিটিতে আরও আওয়ামী লীগ নেতাকর্মীদের যুক্ত করার অভিযোগ উঠেছে। সাংগাঠনিক পদে সক্রিয় মহিলা আওয়ামী লীগ কর্মী নাসিমা আকতারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ৪নং বরিশাল ইউনিয়নের তাঁতী লীগের সভানেত্রী ছিলেন।

এ ব্যাপারে পলাশবাড়ী পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ৫ আগস্টের পূর্বে দলের পক্ষে এই কমিটির কোনো ভূমিকা ছিল না। অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। অনতিবিলম্বে তিনি এই কমিটি বাতিল করে ত্যাগী কর্মীদের সমন্বয়ে শতভাগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিলো ভারতীয়-আমেরিকান সংস্থা

গাইবান্ধা জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, আগমী ১৬/১৭ বছরের লড়াই সংগ্রামে যার কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেনি সে কীভাবে সভাপতির মতো একটা পদ পায়, আমাদের বুঝে আসে না। আমাদের এই রকম হাইব্রিড নেত্রীর দরকার নেই। যত দ্রুত সম্ভব এই কমিটি বাতিল করতে হবে।

উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু বলেন, আওয়ামী লীগে নেত্রী কিভাবে মহিলা দলের সভাপতি হয়। যারা এই কমিটি দিয়েছে তারা কি অন্ধ। আমরা কখনও আওয়ামী লীগের পেতাত্মাদের দলে জায়গা দিবো না।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না, জানিয়ে দিলেন ড. ইউনূস

আওয়ামী লীগের রাজনীতিতে ও কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তোলার এ বিষয়ে আরজিনা পারভীন চাদনী জানান, আমি কোনো সময় আওয়ামীলীগ করি নাই। এ রকম ছবি বিএনপি নেতাদের সাথেও রয়েছে। আমার পরিবার বিএনপির রাজনীতি করে।

গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী শোভা আকতারের বিরুদ্ধে টাকা গ্রহণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার দলের কমিটি আমি দিয়েছি, এ নিয়ে কারো মাথা ঘামানোর দরকার নেই।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক বলেন, এই কমিটি গঠন বা অনুমোদনের বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। তিনি এ কমিটির গঠনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ