29 C
Dhaka
Thursday, November 21, 2024

যুদ্ধবিদ্ধস্ত গাজায় একদিনে পাঁচ সাংবাদিক নিহত

যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন সাংবাদিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। গাজার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন পাঁচজনসহ এখন পর্যন্ত ১৫৮ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি অপরাধ যাতে প্রকাশ না পায়, সেজন্য ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা।

১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউইয়র্কভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’। সংস্থাটি জানিয়েছে, ওই সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী।

আরও পড়ুনঃ  ইরানের রাজধানীতে অন্তত সাতটি বিষ্ফোরণের শব্দ শোনা গেছে

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ গত ফেব্রুয়ারিতে জানিয়েছে, গেল তিন দশকে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে হামাস-ইসরায়েল যুদ্ধে। নিহত সাংবাদিকদের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংবাদকর্মীদের হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

তথ্যসূত্র বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ছাড়ালো ৩৮ হাজার। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা ও আগ্রাসনে কমপক্ষে ৩৮ হাজার ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অর্ধেকের বেশি। এছাড়া ৯ মাসেরও বেশি সময় ধরে চলা এ আগ্রাসনে আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি।

আরও পড়ুনঃ  ভারতের মাছধরা নৌকা ধাক্কা মেরে ডুবিয়ে দিলো নৌবাহিনী

সাম্প্রতিক মাসগুলোতে গাজার বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণে রাফাহ শহরে হামলার পাশাপাশি উত্তর গাজা, পশ্চিম তীর, রামাল্লাহতে অনবরত হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে দেশটি। এছাড়া বুরেজ, জাবালিয়া ও নুসেইরাত শরণার্থী ক্যাম্পেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ