18 C
Dhaka
Thursday, December 26, 2024

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৬, আহত কমপক্ষে ৩৫

বগুড়ার সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। রোববার (৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রথ নিয়ে পুলিশ লাইন পুলিশ লাইন শিবমন্দিরের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় রথের উপরের অংশ একটি বিদ্যুতের মেইন লাইনের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন কমপক্ষে ৩৫ জন। তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং মোহাম্মদ আলি হাসপাতালে একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  কিশোরী মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে মারলেন মা

এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অনেককেই উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে দেখা গেছে।

রথযাত্রায় আগত নিহত ও আহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছে হাসপাতাল প্রাঙ্গণ। তারা সবাই স্বজনদের খোঁজ নেয়ার চেষ্টা করছেন। হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলেই।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ