সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) ফের মহাসমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে এ কর্মসূচি পালন করা হবে। এ দাবির পক্ষে বিপক্ষে নানা ধরনের মত এসেছে। বিভিন্ন ছাত্র সংগঠনও তাদের অবস্থান জানিয়েছেন।
চাকরিপ্রার্থীদের এ দাবির বিষয়ে ছাত্রদলের অবস্থান কী, জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব শনিবার (২৮ সেপ্টেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দাবিটির পক্ষে বা বিপক্ষে এখন ছাত্রদলের কোনও অবস্থান নেই। আমরা এখন রোডম্যাপ নিয়ে কাজ করছি। দু’সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হবে। এর মধ্যে সব থাকবে। তখন এ ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে পারব।
এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ চিঠি গত ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এ চিঠিটি দেন। এরপরই চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর হচ্ছে বলে গুঞ্জন ওঠে। তবে পরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব বলে জানিয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘আমার একটাই জবাব- গুজবে কান দেবেন না।’