26 C
Dhaka
Thursday, November 21, 2024

আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন রিজভী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর এফডিসি গেটে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটের বেশ কয়েকজন অনুসারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রুহুল কবির রিজভী। এরপর জাসাস নেতা শিবা শানু ও ইথুন বাবু নেতৃত্বে জাতীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

আরও পড়ুনঃ  চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএফডিসিতে জাসাসের অনুষ্ঠানে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খান ও সদস্য সচিব চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রোকন ও সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী।

জাসাস নেতারা জানান, বিকাল থেকে সুশৃঙ্খলভাবেই চলছিল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ তার কানে খবর আসে আওয়ামী লীগের কর্মী অনুষ্ঠানে রয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রিজভী।

আরও পড়ুনঃ  ‘জামায়াতের কেউ সন্ত্রাস করেছে, প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো’

রুহুল কবির রিজভী চলে যাওয়ার পরও আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করেননি। আলোচনা, নাচ ও গানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে সাজানো ছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ