Thursday, January 16, 2025

চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার

আরও পড়ুন

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে মধ্যরাতে হঠাৎ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রবিবার রাতে এ ঘটনার পর অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন মো. সজীব হোসেন (২১) ও দিদারুল আলম (৪৮)। দিদারুল আলম চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এই মিছিলের জন্য অর্থসহায়তা করেছেন বলে পুলিশের অভিযোগ।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে নগরের প্রবর্তক মোড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন জড়ো হয়ে মিছিল করেন। রাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার ভোর চারটার দিকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো করা হয় এমপির মরদেহ, হাড়হিম তথ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, নগরের প্রবর্তক এলাকায় বায়েজীদ রোড অংশ থেকে স্লোগান দিয়ে ১৫ থেকে ২০ ব্যক্তি মোড়ে দিকে আসছেন। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—স্লোগান দেন। মিছিলটি বদনা শাহ মাজার এলাকা হয়ে গোল পাহাড়ের দিকে যেতে দেখা যায়।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এর আগেও মিছিল করেছিল। অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ