Sunday, April 27, 2025

সোমার হাতে লেখা কোরআন শরীফ কিনতে অর্ডার আসছে সৌদি থেকেও

আরও পড়ুন

ছাপার মতোই হাতে কোরআন লিখে আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের চিরিরবন্দরের স্কুল ছাত্রী সোমা আক্তার। সহপাঠীরা যখন মোবাইল ও খেলাধুলা নিয়ে ব্যস্ত তখন গভীর মনোযোগে কোরআন লেখেন স্কুল পড়ুয়া সোমা।
তার এ অসামান্য কীর্তিতে অভিভূত এলাকাবাসী। হাতে লেখা কোরআন শরীফ কিনতে অর্ডার আসছে সৌদি আরব থেকেও। কারো কাছে তালিম ছাড়াই ৮ মাসে নির্ভুলভাবে পুরো কোরআন শরীফ লিখেছেন সোমা। দেখে মনে হবে ছাপানো।

চিরিরবন্দর উপজেলা সদরের মাঝাপাড়া গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের মেয়ে সোমা। পড়েন চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে। ছোট বেলা থেকেই সোমার আগ্রহ সুন্দর হাতের লেখার চর্চা আর আরবি ক্যালিগ্রাফি আর্ট। ফুপাতো ভাইয়ের অনুপ্রেরণায় সোমা হাতে কোরআন লেখা শুরু করেন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা দিল বিএনপি

এক সৌদি প্রবাসীকে সোমা তার হাতে লেখা ছয়টি কোরআন শরীফ দিয়েছে। সোমার এই প্রতিভায় মুগ্ধ এলাকার মানুষ। খুশি স্বজন-সহপাঠীরা।

৩০ পারা কোরআন লিখতে তার ৪৯টি কলম এবং এ-ফোর সাইজের ৬শ ৫৯পৃষ্ঠা কাগজ লাগে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ