Thursday, January 16, 2025

বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান

আরও পড়ুন

সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সে বিষয়ে ভারতের হাইকমিশনারকে বলা হয়েছে। এটি দুদেশের সম্পর্কের জন্য মোটেই কাম্য নয়।

তৌফিক হাসান বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পুনর্মূল্যায়নের বিষয়ে গত ১০০ দিনে অগ্রাধিকার সীমিত। তবে আগামী দিনে অগ্রগতি হবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

আরও পড়ুনঃ  ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি: আইএইএ

তৌফিক হাসান আরও বলেন, ডিসেম্বরে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দুদেশের সম্পর্কের মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করছি।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নিতে সরকারের কোনো পক্ষ থেকে নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি রাজনৈতিক বিষয় ঊর্ধ্বতন জায়গা থেকে নির্দেশ পেলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ