Friday, March 21, 2025

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার (২১ নভেম্বর)
অনুষ্ঠানের পর বৃহস্পতিবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের ফেসবুক পেজ থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার তোলা কয়েকটি ছবি শেয়ার করা হয়।

ছবির বর্ণনায় লেখা হয়, ‘সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়।

আরও পড়ুনঃ  আ.লীগ সরকার ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: আসিফ নজরুল

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেন উপদেষ্টা নাহিদ। যার ক্যাপশনে তিনি লেখেন,
মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম অর্জন।

এদিন খালেদা জিয়ার সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও।

তিনটি ছবি পোস্ট করে আসিফ লিখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত, সশস্ত্র বাহিনী দিবস-২০২৪।

আরও পড়ুনঃ  রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা

আর একটি ছবি পোস্ট করে সারজিস লিখেন, ‘আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে, সশস্ত্র বাহিনী দিবস-২০২৪।’

এদিকে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত হয়েছেন বলে জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ