Wednesday, February 5, 2025

মাহমুদুর রহমান সৎসাহস ও দেশপ্রেমের জীবন্ত প্রতীক: আসিফ নজরুল

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে সৎসাহস আর দেশপ্রেমের জীবন্ত প্রতীক বলে অ্যাখ্যা দিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ অ্যাখ্যা দেন।

এ সময় আইন উপদেষ্টা মাহমুদুর রহমানের সঙ্গে নিজের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে আরও লিখেছেন, বহু বছর পর দেখা হলো প্রিয় মাহমুদ ভাইয়ের সঙ্গে। দুইদিন আগে বাংলা একাডেমিতে।

মাহমুদুর রহমান সৎসাহস ও দেশপ্রেমের জীবন্ত প্রতীক: আসিফ নজরুল

আরও পড়ুনঃ  যুবলীগ নেতাকে আটকের সময় হামলা, ৪ পুলিশ সদস্য আহত

ইয়াসিন সোহাগ নামে একজন লিখেছেন, সময়ের সাহসী সন্তান মাহমুদুর রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

রুমন আহমেদ লিখেছেন, রক্তাক্ত অবস্থায় যখন তিনি বলেছিলেন এই দেশের জন্য এবং ইসলামের জন্য আমি জীবন দেব, তখন থেকে উনার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্ম নিয়েছে, আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।

আবুল বাসার আব্দুল আওয়াল লিখেছেন, আপনারা সুপরামর্শ করে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তাভাবনা করবেন। ইনশাআল্লাহ্, দেশ এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই: কাদের

ফেরদৌস আকন্দ নামে আরেকজন লিখেছেন, আপনাদের উভয়ের জন্যই অনেক অনেক শুভকামনা। দেশ ও জাতির কল্যাণে আপনাদের ভূমিকা বলিষ্ঠ হোক।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ