Wednesday, February 5, 2025

বঙ্গবাজারে আগুনের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

আরও পড়ুন

বঙ্গবাজারে আগুনের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

রাজধানীর বঙ্গবাজারে প্রায় দেড় বছর আগে আগুন লাগার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৩০ জনের নামে মামলা হয়েছে।

শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনছুর।

আরও পড়ুনঃ  প্রেমের টানে সাভারে ছুটে এলেন দক্ষিণ কোরিয়ার যুবক

পুলিশ কর্মকর্তা খালিদ মনছুর বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় শাহবাগ থানায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় বাদীপক্ষ বলেছে, পূর্বপরিকল্পিতভাবে বঙ্গবাজারে আগুন দিয়ে দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল।

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি বলেন, নিবিড় তদন্তের মাধ্যমে বঙ্গবাজারের আগুনের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

মামলায় সাবেক মেয়র তাপস ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৫ আগস্ট পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হয়নি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি তখন বলেছিল, মশার কয়েলের আগুন বা বৈদ্যুতিক গোলযোগ থেকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়।

বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় ২০২৩ সালের ১১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছিল। তারা বলেছিল, মার্কেটের তৃতীয় তলায় একটি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুনঃ  ইমাম-মোয়াজ্জিনদের বেতনের কথাও একটু ভাবুন

সিগারেটের অথবা মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটে। এতে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী সর্বস্ব হারান। ক্ষয়ক্ষতি হয় ৩০৫ কোটি টাকার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ