Friday, March 21, 2025

বেরোবিতে এক হাজার কোরআন উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

আরও পড়ুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৩-২৪ সেশনের এক হাজার নবীন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়ে বরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটি।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ব্যতিক্রম এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন শরীফ ছাড়াও এই এক হাজার শিক্ষার্থীকে একটি করে টি-শার্ট, চাবির রিং ও কলম দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও ইসলামি বক্তা অধ্যাপক মোখতার আহমেদ বলেন, আল্লাহ তায়ালা মানুষকে যে লক্ষ্য-উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন তা যদি কেউ না করে তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত। সে দুনিয়া ও আখিরাত দুইটাই হারাবে। আল্লাহ তার পথে পরিচালিত হওয়ার জন্য পবিত্র কোরআন পাঠিয়েছেন। আপনারা যদি কোরআনের কাছে আসেন তাহলে আন্দোলিত হবেন, আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে। দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতা লাভ করবেন।

আরও পড়ুনঃ  সুইস ব্যাংকে বাংলাদেশি আট পরিবারের ৩৬০০ কোটি টাকা জুলকারনাইন সায়ের ও শরিফ রুবেল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব নাজির রকিব উদ্দিন বলেন, যুবক বয়সে ইবাদতের গুরুত্ব অপরিসীম। কেউ যুবক বয়সে ইবাদত করলে এর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। আমাদের মনে রাখা উচিত- আমরা যতদিন কোরআনের উপর থাকব ততদিন আমরা পথ হারাব না।

নবীন শিক্ষার্থী শাহরিয়ার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে এভাবে কেউ কোরআন দিয়ে বরণ করে নেবে তা ভাবতে পারিনি। এ ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লেগেছে। আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুনঃ  আইনজীবী হত্যা: সুষ্ঠু তদন্তের নির্দেশ, জনগণকে শান্ত থাকার আহ্বান

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও রংপুরের আলেম-ওলামা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রঙ্গণ’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ