Tuesday, February 4, 2025

৭ দিন শহীদি সপ্তাহ পালন করবে ইনকিলাব মঞ্চ

আরও পড়ুন

আগামী এক সপ্তাহে মধ্যে রাজধানীর শাহবাগে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। যদি সররকারের পক্ষ থেকে নির্মাণ করা না হয় তাহলে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ করবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী।

একই সঙ্গে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের শ্লোগান মুছে দেয়ার প্রতিবাদে দেশব্যাপী গ্রাফিতি ও শ্লোগান পুনলিখন কর্মসূচি ঘোষণা উপলক্ষে আগামী ডিসেম্বর ১ থেকে ৭ তারিখ পর্যন্ত শহীদি সপ্তাহ পালন করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৯নভেম্বর) রাজধানীর টিএসসিতে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের স্লোগান মুছে দেয়ার প্রতিবাদে দেশব্যাপী গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

আরও পড়ুনঃ  মানবসেবার আড়ালে মিল্টনের ভয়ংকর অপকর্মের শেষ নেই, ছায়া তদন্ত করবে পুলিশ

শরীফ উসমান হাদী বলেন, ফুল, লতা, পাতা,পাখি এসব দেখে কেউ জীবন দিতে নামেনি। যারা জুলাই অভ্যুত্থানের এসব স্মৃতি মুছে ফেলছে তারা ফ্যাসিবাদের দোসর। বাংলাদেশ যেসব জায়গায় গ্রাফিতি মুছে ফেলা হয়েছে অতিসত্বর সেগুলোকে পূর্ণলিখনের ব্যবস্থা করতে হবে। এসব মুছে ফেলে এমন গ্রাফিতি আকানো হয়েছে সেগুলো পড়তে বা বুঝতে আপনাদের চিত্রকলা কিংবা নাট্যকলায় পড়তে হবে। দেয়ালে লেখা ছিল ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, বাংলাদেশ স্বাধীন, মুগ্ধ, ইয়ামিন, ও আবু সাইদের নাম সেগুলো যারা মুছে ফেলেছে তারা ফ্যাসিস্ট হাসিনার দোসর।

আরও পড়ুনঃ  চিন্ময় দাসের ‘মুক্তি’ চেয়ে ফেসবুকে ফরহাদ মজহারের বার্তা

এসময় তিনি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে তিনি বলেন, চার মাসেও জাতীয় যাদুঘরে জুলাই কর্নার কেন করা হয়নি। বাংলাদেশের যতগুলো বঙ্গবন্ধু কর্ণার আছে সেগুলোর নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্ণার করতে হবে।

১৯৪৭, ১৯৭১, এবং ২০২৪’এর “আজাদির এই তিনটি পর্বের সকল তথ্য সেই বাংলাদেশ কর্নারে থাকতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শহীদি স্মৃতি বানাতে হবে। সধারণ ছাত্র জনতা যাত্রাবাড়ি মোড়ে শহীদের নাম দিয়ে একটি স্মৃতি স্তম্ভ তৈরি করতে গিয়ে প্রশাসনে বাধার সম্মুখীন হন। ইনকিলাব মঞ্চ চেষ্টা করেছিল ফার্মগেট এবং শাহবাগে শহীদের স্মৃতি স্তম্ভ তৈরি করতে সিটি কর্পোরেশন এবং নানান আইনি জটিলতা সেটি করতে পারেননি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা নিজে পালিয়ে ফোনকলে কর্মীদের বিপদে ফেলছে : আইন উপদেষ্টা

বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, শহীদি সপ্তাহে জাগ্রত জুলাই নামে স্মৃতি স্থম্ভ নির্মাণ করতে হবে। স্মৃতি স্তম্ভে সকল শহীদদের নাম উল্লেখ থাকতে হবে। এটি এমন ভাবে ডিজাইন করতে হবে যেন ঢাকা থেকে শুরু করে প্রতিটি জেলা-উপজেলায় রাষ্ট্রেীয় খরচে একটি করে জাগ্রত জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে হবে। যদি আগামী এক সপ্তাহে মধ্যে সরকার রাজধানীর শাহবাগে জাগ্রত জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ না করে তাহলে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ করবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ