Sunday, January 19, 2025

কোনো একটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক সঙ্কুচিত হবে না: প্রণয় ভার্মা

আরও পড়ুন

কোনো একটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক সঙ্কুচিত হবে না: প্রণয় ভার্মা

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত হোক, কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।

ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে বৈঠক করে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় ভার্মা। বেলা ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২৫ মিনিট বৈঠকের পর বেরিয়ে আসেন প্রণয় ভার্মা।
এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কবহুমুখী ও বিস্তৃত হোক, কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।

তিনি আরও বলেন, আমরা পারস্পরিকভাবেই দুই দেশ নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্যে দিয়ে দুই দেশ লাভবান হচ্ছে।

যেমন বিদ্যুৎ সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ অনেক পজিটিভ উন্নয়ন উদ্যোগ আমাদের আছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে কলকাতা, আগরতলা ও মুম্বাইয়ের বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ