Friday, March 21, 2025

রাশিয়ার আকাশে বিধ্বস্ত হলো সেই গ্রহাণুটি!

আরও পড়ুন

কথা ছিল উত্তর সাইবেরিয়া’তে বিধ্বস্ত হবে, কিন্ত হলো কিছুটা দূরে রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে। পার্থক্য বলতে এটুকুই। এর বাইরে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা গ্রহাণুটি সম্পর্কে গতকাল যেমনটা অনুমান করেছেন ঠিক তেমনটি-ই হয়েছে। আনুমানিক ৭০ সেন্টিমিটার ব্যাসের ছোট একটি গ্রহাণু গতকাল (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১৫ মিনিটের আশেপাশে রাশিয়ার আকাশে বিধ্বস্ত হয়েছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি’র (ইএসএ) জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহাণুটিকে ১২ ঘন্টা আগেই সনাক্ত করতে সমর্থ হয়। এর গতিপথ নির্ণয় ও পৃথিবীর আকাশে বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কেও তাঁরা প্রায় নির্ভুল অনুমান করে। পাশাপাশি গ্রহাণুটি যে কোনো প্রকার ক্ষতির কারণ হবে না, জ্যোতির্বিজ্ঞানীদের এই অনুমানটিও সত্য প্রমাণিত হয়েছে।

আরও পড়ুনঃ  হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে

মহাকাশে মিলল সোনাভর্তি গ্রহাণু, পেলে আপনিও হয়ে যাবেন বিলিয়নিয়ারমহাকাশে মিলল সোনাভর্তি গ্রহাণু, পেলে আপনিও হয়ে যাবেন বিলিয়নিয়ার

ইএসএ-এর পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ পর্যবেক্ষকরাও গ্রহাণুটির আগমন ও বিধ্বস্ত হওয়ার ঘটনাটি আগ্রহের সাথে পর্যবেক্ষণ করেছেন। গ্রহাণুটি নিয়ে তাঁদের অনুমানও বেশ কাছাকাছি ছিল। বিশেষ করে তাঁদের অনুমান করা সময়ের ৫/১০ সেকেন্ড আগে-পরে ধ্বংস হয়েছে এটি।

সাগরের তলদেশে ‘হলুদ ইটের রাস্তা’? গবেষকরা যা বলছেনসাগরের তলদেশে ‘হলুদ ইটের রাস্তা’? গবেষকরা যা বলছেন.

আরও পড়ুনঃ  আত্মপ্রকাশ করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে ‘জনশক্তি’

বায়ুমন্ডল হয়ে পৃথিবীর আকাশে প্রবেশের পর গ্রহাণুটিকে উজ্জ্বল আগুনের গোলার মতো দেখা যায়। দৃশ্যটি অঞ্চলটির বাসিন্দারা আগ্রহ নিয়ে উপভোগ করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পৃথিবী’র সংস্পর্শে আসা ২০২২ ডব্লিউজে, ২০২৩ সিএক্স১ এবং ২০২৪ বিএক্স১ গ্রহাণুগুলোর সাথে গতকালকের গ্রহাণুটির বেশ মিল খুঁজে পাওয়া গেছে।

ডাইনোসর বিলুপ্তির পেছনে এবার যে কারণ জানাল বিজ্ঞানীরাডাইনোসর বিলুপ্তির পেছনে এবার যে কারণ জানাল.

আকারে ছোট হওয়ার কারণে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের পর যে তাপ উৎপন্ন হয় সেটা সহ্য করতে পারেনি গ্রহাণুটি। ফলে ভূমিতে পতনের আগেই আকাশে বিধ্বস্ত হয়ে ছোট ছোট পাথরের টুকরায় পরিণত হয় এটি। টুকরাগুলো রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের দূরবর্তী বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পরে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ