ডাকাতি করতে গিয়ে এক পুলিশ ধরল আরেক পুলিশকে
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি বাসায় ডাকাতি করতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ ৬ জন আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ১৬ সদস্যের একটি ডাকাত দল ৯ তলার একটি বাসায় ঢুকে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৩৫ হাজার টাকা লুট করার চেষ্টা চালায়। এই ঘটনায় স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া করে, ফলে ছয়জনকে ধরে ফেলে। ধরা পড়া ডাকাতদের মধ্যে ছিলেন চাক্তাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।
পুলিশ জানিয়েছে, ধরা পড়া সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এএসআই ফারুককে ঘটনার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রাম পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন।