Thursday, January 16, 2025

বাজারে থাকা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের কী হবে?

আরও পড়ুন

নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুন-জুলাইয়ে বাজারে আসতে পারে নতুন নোট। এবার নতুন নোট থেকে বাদ যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সেখানে যুক্ত হতে পারে ‘জুলাই আন্দোলনের গ্রাফিতি’সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা।

নতুন টাকা বাজারে আসলে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে অর্ধেক, কলকাতার ব্যবসা খাতে বড় ধাক্কা

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চারটি কাগুজে নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

শিখা বলেন, “নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কিনা এমন কোনো কথা বলা হয়নি। ডিজাইনের বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল।”
সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কথা রয়েছে।

আরও পড়ুনঃ  এবার জলদস্যুদের কবলে জাহাজ এমভি ব্যাসিলিস্ক

পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে।

বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে। অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ