Sunday, January 19, 2025

২৪ দিনের মেয়ে শিশুকে বিক্রির চেষ্টা, দামে না মিলায় ক্ষুব্ধ বাবা

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ দিনের বাচ্চা বিক্রির অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত বাবা হানিফ মিয়ার বিরুদ্ধে। নেশার টাকা ও স্ত্রীর চিকিৎসার জন্য বেশি অর্থের বিনিময়ে ২৪ দিনের মেয়ে শিশুকে বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার চম্পকনগর বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হানিফ মিয়া সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। সে একই ইউনিয়নের খিরাতলা গ্রামের মৃত আমীর আলীর মেয়ে মোছাঃ নিলুফা বেগমে প্রায় ৮ বছর আগে বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের আরেকটি ৭ বছরের মেয়ে সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  ‘ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করা যুবকের রহস্যজনক মৃত্যু

অভিযুক্ত শিশুর বাবা অভিযোগ স্বীকার করে জানান, আর্থিক সমস্যার কারণে তার মেয়ে শিশুকে ২ লাখ টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু দামে বনাবনি না হাওয়ায় তিনি বিক্রি করেননি। স্ত্রীর সম্মতি নিয়েই তিনি বাচ্চা বিক্রি করতে চেয়েছিলেন। ভালো দাম পেলে তিনি যেকোনো সময় বাচ্চা বিক্রি করে দিতে পারেন।

শিশুর মা নিলুফা বেগম জানান, তার স্বামী বাচ্চা বিক্রি করতে চেয়েছিলেন এজন্য তিনি সম্মতি দিয়েছিলেন। তিনি অসুস্থ, রক্তশূন্যতায় ভুগছেন।

আরও পড়ুনঃ  একটা প্রশ্নের জন্য হাসিনা স্টাইলে ৫ টা ট্যাগ আমাকে দেওয়া হচ্ছে: খালেদ মুহিউদ্দীন

বাচ্চা দত্তক নিতে আসা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের পপি আক্তার জানান, আমার বোনের ননদের জন্য বাচ্চা দত্তক নিতে গিয়েছিলেন। বাচ্চার বাবা ২ লাখ টাকা চাওয়ায় আমরা বাচ্চার মায়ের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দিব বলায় বাচ্চার বাবা আমাদের দিকে তেড়ে মারতে আসে। পরে আমরা বাচ্চা না নিয়ে চলে যাই।

বাচ্চার মামা মো. ইব্রাহিম জানান, বাচ্চার বাবা হানিফ মিয়া নেশাগ্রস্ত। সে কয়েকদিন পরে পরে জেলে যায়। সে আমার বোনকে বিভিন্ন সময় মারধর করে। এই বাচ্চা জন্মের পরে এর কোনো সেবাযত্ন নেয় নাই।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ