Friday, March 21, 2025

৫ আগস্টের পর আত্মগোপনে থাকা সাবেক এসবি প্রধান মনিরুলের স্ট্যাটাস

আরও পড়ুন

আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যাওয়া পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। বুধবার (১১ ডিসেম্বর) অজ্ঞাত স্থান থেকে প্রথমবারের মতো নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ভেরিফায়েড আইডি থেকে দেয়া ওই স্ট্যাটাসে সাবেক এই পুলিশ কর্মকর্তা লিখেছেন, ‘জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা।’ বিকেল ৪টা ১৬ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে ইতোমধ্যে শতাধিক আইডি থেকে নানা মন্তব্য করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিদিনই মসজিদের সামনে কান্নাকাটি করেন রমজান আলী

এরমধ্যে চৌধুরী আকবর হোসাইন নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘আপনি এখন কোন বাংলায়?’। এছাড়া দ্বীন এম শিবলি নামের অপর একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘আপনি এটি এতদিনে বুঝলেন? গত ১৫ বছরে বুঝলেন না!! জয় বাংলা বলে এতগুলো মানুষকে হত্যা করলো তখন তো আপনি জয় বাংলার দলেই ছিলেন!!!’

এছাড়াও সামসুদ্দিন হিরা নামের আরেকটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘জয় বাংলাকে দলীয় স্লোগান বানানোটাই দুরভিসন্ধি। সার্বজনীন বোধকে সংকুচিত করাটাই অন্যায়, অপরাধ।’

আরও পড়ুনঃ  মাত্র ৫০০০ টাকায় এমপি আনারকে ৮০ টুকরো করা হয়, কসাই জিহাদের স্বীকারোক্তি

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর গা ঢাকা দেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ