Thursday, January 16, 2025

এবার যে বিষয়ে সতর্ক করলো মার্কিন দূতাবাস

আরও পড়ুন

এবার যে বিষয়ে সতর্ক করলো মার্কিন দূতাবাস
অনভিবাসী বা নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য সতর্কতা পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ বুধবার (১১ ডিসেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুকে দেওয়া এক বার্তায়, ভিসার সাক্ষাৎকার বাতিল এড়াতে নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মার্কিন দূতাবাসের দেওয়া বার্তায় বলা হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে যদি ভিসা আবেদনকারীদের বৈধ ডিস-১৬০ অনঅভিবাসী ভিসা আবেদনপত্র না থাকে, তাহলে আবেদনকারীদের নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করা হবে। এছাড়া আবেদনকারী বা তার এজেন্ট যদি সাক্ষাৎকারের তারিখের সাত দিনের মধ্যে ডিস-১৬০ ফর্ম আপডেট করেন, সেক্ষেত্রেও আবেদনকারীর নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করা হবে।

আরও পড়ুনঃ  দাফনের জায়গা নেই, মায়ের লাশ নিয়ে অপেক্ষা সন্তানের

অনঅভিবাসী ভিসার সাক্ষাৎকার বাতিল হওয়া এড়াতে তিনটি পরামর্শ দিয়েছে দূতাবাস:

১. আপনার ডিস-১৬০ অনলাইন আবেদন ফর্ম সাক্ষাৎকারের এক বছর থেকে এক সপ্তাহের মধ্যে জমা দিন।

২. সাক্ষাৎকারের তারিখের সাত দিনের মধ্যে ডিস-১৬০ ফর্ম আপডেট করবেন না।

৩. সাক্ষাৎকারের তারিখের সাত দিনের কম সময়ের মধ্যে আপনার অনলাইন প্রোফাইল আপডেট করবেন না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ