Sunday, January 19, 2025

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গাজীপুর পুলিশ কমিশনার আ.লীগের দোসর: মামুনুল হক

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। আজ রোববার বিকেলে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এক বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তিনি।

বিশ্ব ইজতেমা ময়দানে উত্তরপাশের কামারপাড়া সড়কে তাবলিগের শুরায়ী নেজামের আহ্বানে উলামা মাশায়েখ ও তওহিদি জনতার ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। সবাবেশে খোদা বকশ চৌধুরী এবং মো. নাজমুল করিম খানের অপসারণসহ বেশ কিছু দাবি জানান উলামা মাশায়েখ ও তওহিদি জনতা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে হাসপাতালে শতাধিক শিশু

সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, ‘ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী ও জিএমপির কমিশনার নাজমুল করিম খান আওয়ামী লীগের দোসর। তাদের অপসারণ করতে হবে।’

মামুনুল হক আরও বলেন, ‘সরকারি সিদ্ধান্ত মেনে আমরা ইজতেমা ময়দানে আছি। যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে দায় ওই দুইজনকে নিতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি আমানুল হক, মুফতি ফজলুল করিম কাসেমী ও মাওলানা মাসউদুল করিমসহ প্রমুখ।

আরও পড়ুনঃ  মেজর ডালিমকে নিয়ে প্রশ্ন, যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে মাওলানা সাদকে নিয়ে জোড় ইজতেমা করার দাবিতে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে মাওলানা সাদ অনুসারীরা।

এসময় ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লাখ লাখ মুসল্লি নিয়ে অবস্থান ও ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। আগামী বছর দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল

৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। ২০ ডিসেম্বর সাদপন্থীরা জোড় ইজতেমা করবেন ও জুবায়েরপন্থীরা তা করতে দেবে না বলে বিরোধ চলছে। এ অবস্থায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ