Friday, May 9, 2025

মির্জা ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা জানালো বিএনপি

আরও পড়ুন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ হাসপাতাল থেকে গুলশানের বাসায় যাচ্ছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, মহাসচিব এখন অনেকটা সুস্থ আছেন। তার কিছু স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচ-এ হবে।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন।

আরও পড়ুনঃ  বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজান ছেলে

তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ