Friday, January 17, 2025

জাতীয় পতাকা বুকে নিয়ে কুরআন খতম করে বিজয় দিবস উদযাপন

আরও পড়ুন

মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কুরআন খতম করে দেশের জন্য আত্মদানকারী বীর শহিদদের স্মরণ করেছে ফেনী শহরের মারকায উমর (রা.) মাদরাসার শিক্ষার্থীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা বুকে নিয়ে শহিদদের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

পরে একটি র‍্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদরাসা পড়ুয়াদের এমন আয়োজনের প্রশংসা করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  জোঁকের মুখে লবণ পড়ার মতো চুপসে গেছে ভারতীয় মিডিয়া!

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, গত কয়েক বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহিদদের স্মরণে কুরআন খতম, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে মারকায উমর (রা.) মাদরাসা। তারই ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।

মাদরাসার সহকারী শিক্ষক মো. নাদের চৌধুরী বলেন, আজকের আয়োজনে মুক্তিযুদ্ধের বীর শহিদ ও ২৪ এর বিপ্লবীদের স্মরণ করা হয়েছে। এসব ইতিহাস ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমরা কাজ করছি।

আরও পড়ুনঃ  স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয় : প্রেস সচিব

এ ব্যাপারে মাদরাসার শিক্ষা পরিচালক কে এম বেলাল পাটোয়ারী বলেন বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিক চিন্তা করে প্রতিবছর এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ