Wednesday, February 5, 2025

ইরানে হিজাব ছাড়া ভার্চুয়াল কনসার্ট, গ্রেপ্তার গায়িকা

আরও পড়ুন

ইরানে হিজাব ছাড়া ভার্চুয়াল কনসার্ট, গ্রেপ্তার গায়িকা
ইরানে হিজাব আইন ভঙ্গ করার অভিযোগে পারাস্তু আহমাদি নামে এক গায়িকাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার বার্তা সংস্থা এপি-র প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

যেখানে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর, ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের সারি শহর থেকে ২৭ বছর বয়সী গায়িকা পারাস্তু আহমাদিকে গ্রেফতার করা হয়।

এই গায়িকার বিরুদ্ধে অভিযোগ, তিনি হিজাব ছাড়া একটি ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করেছিলেন, যা ইউটিউবে প্রচারিত হয়। ভিডিওতে পারাস্তুকে একটি কালো স্লিভলেস ও কলারবিহীন পোশাক পরতে দেখা যায়।

আরও পড়ুনঃ  গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা

ইন্টারনেটে ইতোমধ্যে সেই ভিডিও প্রায় ১৫ লাখ দর্শক দেখেছেন।

পারাস্তু আহমাদি ভিডিও পোস্ট করার সময় বলেছিলেন, ‘আমি এমন একটি মেয়ে, যে আমার ভালোবাসার মানুষের জন্য গান গাইতে চায়। গান আমার কাছে এমন একটি জিনিস, যা আমি এড়িয়ে যেতে পারি না।’

সম্প্রতি ইরান সরকার নতুন হিজাব আইন চালু করেছে। এই আইনে মহিলাদের জন্য পোশাকবিধি লঙ্ঘন করলে বড় শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

২০২২ সালে মাহ্‌সা আমিনি-র মৃত্যুর পর থেকেই ইরানে হিজাব আইনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়ায়। সেসময় মহিলারা চুল কেটে, রাস্তায় নেমে ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। পরবর্তী সময়ে ইরান সরকার ‘হিজাব ক্লিনিক’ চালু করে, যেখানে মহিলাদের ‘চিকিৎসা’ করা হয় হিজাব পরার জন্য।

আরও পড়ুনঃ  পলকের সঙ্গেও ছিলেন, এখন বিএনপির সমাবেশেও আছেন

এদিকে পারাস্তু আহমাদির গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইরানের এই কঠোর হিজাব আইন ব্যক্তি স্বাধীনতা ও নারী অধিকারের বিরুদ্ধে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ