Sunday, January 19, 2025

অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা করে যাচ্ছেন: ডা. রফিক

আরও পড়ুন

বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে ডাক্তারি কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গুলিবিদ্ধ বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সোহাগের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

ডা. রফিক বলেন, “ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে কোনো ধরনের অনুমতি ছাড়াই চিকিৎসা করছেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিচ্ছেন। অথচ বাংলাদেশিরা ভারতে চিকিৎসা নিতে গেলে বৈধ কাগজপত্র জমা দিতে হয়।”

আরও পড়ুনঃ  হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ, বার্তা পৌঁছে দিতে অনুরোধ

ভারত-বাংলাদেশের ভিসা সংক্রান্ত ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে ডা. রফিকুল বলেন, “ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের চিকিৎসাসহ সব ভিসা স্থগিত রেখেছে।” তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, বরং একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করছে।

বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

আরও পড়ুনঃ  সিরিয়া শুধুই সিরীয়দের: এরদোয়ান

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. রফিকুল বলেন, “দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখতে ঐক্যের কোনো বিকল্প নেই।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ