Sunday, January 19, 2025

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

আরও পড়ুন

রাজধানীর আজিমপুর কবরস্থান এলাকায় চাঁদাবাজি চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- আরমান মিয়া (৫৪), মো. জাহিদ মিয়া (৩০), মো. জামিল হোসেন (৩৪), মো. আরমান ইসলাম (৩৭) এবং রবিন মিয়া (৩৪)।

কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা অভিযোগ করেছেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে পুরোনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল। তারা প্রতি কবর থেকে মাসিক ১৫০০ টাকা চাঁদা দিতে বাধ্য করত। চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো।

আরও পড়ুনঃ  হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

ভুক্তভোগীদের দাবি, চক্রটির নেতৃত্বে রয়েছেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন। এছাড়া উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালকের সরকারি চাকরির আড়ালে এ চক্রের সদস্য ফালান চাঁদাবাজিতে সহযোগিতা করতেন।

স্থানীয় সূত্র জানায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও চাঁদাবাজি চক্রটি সক্রিয় থাকে। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির কর্মীরা সময় ভেদে এ কাজে যুক্ত থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও চাঁদাবাজি কার্যক্রমের বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ