Friday, March 21, 2025

আমবাগানে মিলল কোটি টাকার সোনার গুপ্তধন: কোথা থেকে এলো?

আরও পড়ুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন এক কেজি ১৯৪.৩২ গ্রাম এবং বাজারমূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা।

অভিযানের বিবরণ: বিজিবি মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে বিজিবি জানতে পারে যে, একজন চোরাকারবারি জীবননগর গয়েশপুর এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনা করছেন। এ তথ্যের ভিত্তিতে গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/১ এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  বিপজ্জনক পরিস্থিতিতে ফরহাদ মজহারের নিবেদন

দুপুর পৌনে ২টার দিকে এক ব্যক্তি বাইসাইকেলযোগে আমবাগানের ভেতর দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বাইসাইকেল ফেলে বাগানের ভেতর দিয়ে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো চারটি স্বর্ণের বার উদ্ধার করেন।

আগত পদক্ষেপ: বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় অজ্ঞাত চোরাকারবারিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ভারতীয় হাইকমিশনে বিএনপির দেওয়া স্মারকলিপিতে যা আছে

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য: উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন এক কেজি ১৯৪.৩২ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ