Thursday, January 16, 2025

ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে দাউ দাউ করে জ্বলছে সচিবালয়

আরও পড়ুন

প্রায় তিন ঘণ্টা অতিক্রম হতে চললেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন। সর্বশেষ আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো সচিবালয় এলাকা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, র‌্যাব, এপিবিএন, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। কেউ সরাসরি আগুন নেভানোর কাজে, কেউ আবার শৃঙ্খলা ও নিরাপত্তার কাজ করছে।

আরও পড়ুনঃ  পুলিশে ফিরছেন চাকরিচ্যুতরা, শীর্ষস্থানীয় পদে ফের চুক্তিভিত্তিক

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৩টার পর আগুন স্তিমিত হয়ে আসে। কিন্তু পুরো সাত নম্বর ভবন জুড়ে ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে প্রতিটি ফ্লোরে পানি ছিটানোর চেষ্টা করছেন।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ