Friday, January 17, 2025

ভারতের সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিলো যুবক

আরও পড়ুন

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। পরে তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ। পরে সেখানে উপস্থিত হন ফরেন্সিক দল। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কেন ওই যুবক গায়ে আগুন দিলেন, সে বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। পুলিশের ধারণা, ওই যুবকের নাম জিতেন্দ্র, তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা।

আরও পড়ুনঃ  গণপিটুনি খেলেন ঢাবি হল ছাত্রলীগের সাবেক সভাপতি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দেন ওই যুবক। পর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায় তাকে। যুবকের শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে, তার অবস্থাও সঙ্কটজনক। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ