Wednesday, February 5, 2025

এস আলমের গাড়িকাণ্ড: সেই ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি!

আরও পড়ুন

এস আলমের কারখানার গাড়িকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের পদের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করার কথা জানানো হয়।

পদ ফিরে পাওয়া তিন নেতা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম ও সদস্য এস এম মামুন মিয়া।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ দলীয়র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের কারখানা থেকে ১৪টি গাড়ি সরিয়ে ফেলতে সহায়তা করার অভিযোগ ওঠার পর মূলত এই তিন নেতার পদ স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ  জাতীয় নাগরিক কমিটিতে নতুন ৪০ সদস্য যুক্ত

জানা গেছে,পদ স্থগিত হওয়ার পর তিন নেতা আত্মপক্ষ সমর্থন করে দলের হাই কমান্ডের কাছে আবেদন করেন।

আবেদনে তারা বলেন, এস আলমের গাড়িকাণ্ডের ওই ঘটনায় তারা কোনোভাবেই জড়িত ছিলেন না। ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দল। এ সংক্রান্ত চিঠি ২৫ ডিসেম্বর ইস্যু করা হয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রেও ৫ (গ) অনুযায়ী নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিশেষ নজর’

প্রসঙ্গত, আলোচ্য তিন নেতার পদ স্থগিত করার কয়েকদিন পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পুরো কমিটিই বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। নতুন করে দক্ষিণ জেলা কমিটি ঘোষণার তোড়জোরও চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ