অন্তর্বর্তী সরকারের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ টন চাল চট্টগ্রামে পৌঁছেছে। সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম এই চালান নিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে একটি জাহাজ।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এমভি টানিস ড্রিম নামের ওই জাহাজটি থেকে চাল খালাস প্রক্রিয়া শুরুর কথা রয়েছে। বন্দর সূত্র জানিয়েছে, সকালে চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজটি ভেড়ানোর পর চাল খালাস শুরু হবে।
এমভি টানিস ড্রিম নামের ওই জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সিজ শিপিং লাইনসের কর্ণধার মো. আলী আকবর গণমাধ্যমকে জানিয়েছেন, চাল বহনকারী জাহাজটি ভারতের কাকিনাদা বন্দর থেকে রওনা হয়ে বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে। এর মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকারের চুক্তির আওতায় বন্দরে এই প্রথম কোনো চালের জাহাজ আসলো।
এ ব্যাপারে খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা গণমাধ্যমকে বলেন, সরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক দরপত্রে চাল কেনার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান সরকারের সময়ে প্রথমবারের মতো ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চালের চালান আসলো। পর্যায়ক্রমে আরও চাল আসবে।