Friday, March 21, 2025

ভারত বাংলাদেশের কিছু অঞ্চল দখলের চেষ্টা করছে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ

আরও পড়ুন

বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করে ভারত তাদের দেশকে সম্প্রসারণের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ এরই (বাংলাদেশের এলাকা দখল) ইঙ্গিত বহন করে। ইতোমধ্যে চট্টগ্রামের নতুন নাম দেওয়াসহ নতুন পতাকা ও সরকারের রূপরেখাও দিয়েছে তারা। আমাদের মধ্যে থেকে কিছু ‘‘র’’-এর এজেন্ট তাদের এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।’

আরও পড়ুনঃ  শহীদ স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, সমালোচনার ঝড়

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ‘আমরা নির্বাচন চাই। তার আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ঢেলে সাজাতে হবে। তবে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবে না।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মো. রেজাউল করিম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ